চুইংগাম নিষিদ্ধের প্রতিবাদে মাথা ন্যাড়া করে ফেলেছিলেন এই তারকা

প্রথম আলো প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৪

চুইংগামের প্রতি অনেকেরই আসক্তি রয়েছে। মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের আসক্তিটা একটু বাড়াবাড়ি রকমের। প্রতিদিন অন্তত তিন প্যাকেট চুইংগাম তাঁর লাগে। ২০০৭ সালে সিঙ্গাপুরে চুইংগাম নিষিদ্ধের প্রতিবাদে তিনি মাথা ন্যাড়া করে ফেলেছিলেন। বেশ একটা জোরালো আন্দোলনও গড়ে তুলেছিলেন। যদিও এতে খুব একটা কাজ হয়নি। সিঙ্গাপুর সরকার তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি।


ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্কটিশ কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনেরও চুইংগামের প্রতি যারপরনাই দুর্বলতা আছে। নিজেকে শান্ত রাখার জন্য চুইংগাম তাঁর কাছে অব্যর্থ টোটকা। ডেভিড বেকহামের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা শুনলে ব্যাপারটা ভালো বুঝতে পারেন। সময়টা ছিল ২০০৩ সাল। আর্সেনালের বিপক্ষে একটি ম্যাচের আগ মুহূর্তে ফার্গুসন দেখলেন, তাঁর চুইংগামের প্যাকেটটি প্রায় অর্ধেকে নেমে এসেছে। তিনি ডেভিড বেকহামকে মাঠে আসার সময় চুইংগাম নিয়ে আসতে বললেন। কিন্তু বেকহাম ভুলে গেলেন এবং ম্যানইউ ২-০ ব্যবধানে ম্যাচ হেরে গেল। আর যায় কোথায়! প্রচণ্ড ক্রোধে বেকহামের একটি বুটে সজোরে লাথি বসিয়ে দিলেন এবং চোখ কটমট করে তাকিয়ে চলে গেলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও