![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2021/11/11/5b9c29841b83b69a847f0bf26ea84bdc-618ca8491882e.jpg)
সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৩৩ একর জমি বেহাত
রাজধানীর মগবাজারের মধুবাগের শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজের জমির পরিমাণ নথিতে ২ একর। কিন্তু বাস্তবে আছে আধা একরের কিছু বেশি। অর্থাৎ জমির প্রায় তিন-চতুর্থাংশই শিক্ষা প্রতিষ্ঠানটির দখলে নেই। এটিসহ সারা দেশের ১ হাজার ৮৯১টি বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৩৩ একরের বেশি জমি বেহাত হয়ে গেছে।
এই তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ)। জমি বেহাত ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাল সনদ, অবৈধ নিয়োগ, তথ্য গোপন করে বেতন উত্তোলন, প্রাপ্যতার অতিরিক্ত উত্তোলনসহ বিভিন্ন কারণে সাড়ে ৪৩ কোটি টাকার বেশি অনিয়মের তথ্যও পেয়েছে অধিদপ্তর। ২০২১-২২ অর্থবছরে করা নিরীক্ষায় এসব তথ্য উঠে এসেছে ডিআইএর গবেষণা প্রতিবেদন ২০২৩-এ।