চ্যাম্পিয়ন্স লিগে নিষিদ্ধ হতে পারে বার্সেলোনা
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৮
চলতি বছরের মার্চে রেফারিকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার বিরুদ্ধে। রেফারিদের টেকনিক্যাল কমিটির সাবেক প্রধান হোসে মারিয়া এনরিকস নেগরেইরাকে ঘুষ দেওয়ার অভিযোগটি প্রমাণিত হওয়ার দাবি করেছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো। যা সত্যি হলে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মঞ্চ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়তে পারে বার্সেলোনা।
১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্পেনের রেফারিদের টেকনিক্যাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন নেগরেইরা। ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে তার কোম্পানি ‘ডিএএসএনআইএল নাইন্টি ফাইভকে’ বার্সেলোনা অর্থ প্রদান করে বলে জানতে পেরে নড়েচড়ে বসে স্পেনের প্রসিকিউটর অফিস।