পাকিস্তানকে ভারতের চেয়ে পিছিয়ে রাখছেন কেন ওয়াকার
প্রথম আলো
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪০
দুর্বল?
ওয়াকার ইউনিসের এমন কথায় পাকিস্তানের সমর্থকদের মন খারাপ হতেই পারে। টুর্নামেন্টটির নাম বিশ্বকাপ, সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখিও হতে হবে। আর এত বড় একটি টুর্নামেন্ট শুরুর আগে ওয়াকার কিনা ভারতের তুলনায় পিছিয়ে রাখছেন পাকিস্তানকে!
ভারতের তুলনায় পাকিস্তানকে পিছিয়ে রাখার পেছনে ওয়াকারের যুক্তি, প্রস্তুতির ঘাটতি। ভারতের সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’কে ওয়াকার বিষয়টি ব্যাখ্যা করেছেন এভাবে, এশিয়া কাপের সুপার ফোরে ভারতের কাছে ২২৮ রানে হেরেছে পাকিস্তান। অত বড় ব্যবধানে হারের একটা মানসিক ধাক্কা তো আছেই।
এ ছাড়া চোটের কারণে পেসার নাসিম শাহকে বিশ্বকাপে নিয়ে যেতে পারেনি পাকিস্তান। বিশ্বকাপে এটা বাবর আজমের দলের জন্য বেশ বড় ধাক্কা বলেই মনে করেন ওয়াকার। আর এসব কারণ মিলিয়েই পাকিস্তানকে এই মুহূর্তে ভারতের চেয়ে পিছিয়ে রাখেন কিংবদন্তি এই পেসার।