পুরুষেরও জানা দরকার ‘পিরিয়ড স্বাস্থ্য’ কী, ‘পিরিয়ড দারিদ্র্য’ কী
পিরিয়ড স্বাস্থ্যকে সাধারণত পিরিয়ড চক্রের সঙ্গে সম্পর্কিত শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতা হিসেবে বিবেচনা করা হয়। পিরিয়ড স্বাস্থ্য পরিচর্যার অংশ হিসেবে পিরিয়ড হয় এমন সব নারী, মেয়ে ও অনেক তৃতীয় লিঙ্গের ব্যক্তিরও পিরিয়ড চক্র সম্পর্কে শিক্ষা থাকা জরুরি।
পাশাপাশি প্রয়োজনীয় স্যানিটারি পণ্যগুলো ব্যবহারের সুযোগ থাকা জরুরি, যাতে তাঁরা পিরিয়ডের সময় যথাযথ স্বাস্থ্যবিধি অনুশীলন করতে পারেন।
এ ছাড়া পিরিয়ড হওয়া ব্যক্তিদের জন্য কার্যকর এবং সাশ্রয়ী মূল্যের স্যানিটারি পণ্য, পরিষ্কার পানি, সাবানসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর নিরাপদ ব্যবহারের সুযোগ থাকা গুরুত্বপূর্ণ।