![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-09%252Fc7dde694-3f69-43fd-b731-3daf556c7707%252FDelivery_Pic.png%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
আপনি যেখানে, ওষুধ পৌঁছাবে সেখানে
প্রথম আলো
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০২
ধরুন, হঠাৎই পছন্দের কোনো খাবার খেতে ইচ্ছা করল, অনলাইনে ফরমাশ দিয়ে সেই খাবার ঘরে আনিয়ে খেলেন। কোনো একটা পোশাক বা প্রয়োজনীয় কোনো অনুষঙ্গ অল্প সময়ের মধ্যে ঘরে বসেই পেয়ে যাচ্ছেন। কিন্তু জীবনের অন্যতম মৌলিক প্রয়োজন ওষুধের জন্য আপনাকে বের হতে হচ্ছে ঘর থেকে। শুধু তো ঘর থেকে দুই পা ফেলে বের হওয়াই নয়, প্রয়োজনীয় ওষুধটির জন্য এই ফার্মেসি থেকে ওই ফার্মেসিতে ঘুরতে হয়। কারণ, একই ফার্মেসিতে প্রয়োজনীয় সব ওষুধ অনেক সময় পাওয়া যায় না।
এখন আপনি যেখানে, ওষুধ পৌঁছে যাচ্ছে সেখানে। অনলাইনে অ্যাপের সাহায্যে, ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রয়োজনীয় ওষুধ ফরমাশ দিলে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার হাতে পৌঁছে যাবে ওষুধ।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- ওষুধ
- ওষুধ কোম্পানি
- ওষুধ ক্রয়