কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাকিবের বক্তব্যের জবাবে যা বললেন নাফিস ইকবাল

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫০

ক্রিকেট পাড়ায় এখন আগুন জ্বলছে। তামিমের বিশ্বকাপ দলে না থাকা নিয়ে নাটকের অবসান হতে না হতেই ভিডিও বার্তায় তামিমের অবস্থান পরিষ্কার করা, মধ্যরাতে সাকিব আল হাসানের আলোচিত সাক্ষাৎকারের পর টিম ম্যানেজার নাফিস ইকবালের ব্যাখা-সবকিছু নিয়ে টালমাতাল ক্রিকেটপাড়া।


নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের মাঝপথে হুট করেই দায়িত্ব ছেড়ে দেন নাফিস ইকবাল। মূলত ভারত বিশ্বকাপে যেতে না পারার হতাশা থেকেই এ কাজ করতে বাধ্য হন বলে জানাচ্ছেন নাফিস। তাতে যে সাকিবের কিছুটা হলে ইন্ধন আছে , সেটি বোঝা যাচ্ছিলো। তবে বুধবার রাতে টি-স্পোর্টসকে দেওয়া স্বাক্ষাৎকারে ম্যাচের মধ্যে নাফিসের চলে যাওয়াকে ‘অপেশাদারিত্ব’ বলে মন্তব্য করেন সাকিব।


এরপর সামাজিক মাধ্যমে সাকিবের করা মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন নাফিস, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে চলার সময় জাতীয় দল ছাড়ার ব্যাপারটি আমি পরিস্কার করে জানাতে চাই। ২৬ সেপ্টেম্বর সকালে জানতে পেরেছি যে বিশ্বকাপে আমার যাওয়া হচ্ছে না। একই ঘটনা গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও হয়েছে। আমিও মানুষ এবং অন্যদের মতো আমারও আবেগ রয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও