কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জিমেইলের এইচটিএমএল ভার্সন বন্ধ করছে গুগল

বণিক বার্তা প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:০২

কনফিগারেশন বা ইন্টারনেটের গতি ভালো নয়—এমন কম্পিউটারে ব্যবহারের জন্য জিমেইলে এইচটিএমএল ভিউ ব্যবহারের সুবিধা দিয়ে আসছে গুগল। এছাড়া যারা সহজভাবে ই-মেইলে প্লাটফর্ম ব্যবহার করতে চায় তাদের জন্য এটি সহায়ক ছিল। পরিষেবার উন্নয়ন ও গ্রাহকের সুবিধার্থে নতুন ফিচার আনার পাশাপাশি পুরনোগুলোও বন্ধ করে দিচ্ছে গুগল। যার অংশ হিসেবে আগামী বছর থেকে এইচটিএমএল ভার্সনও বন্ধ হয়ে যাবে। খবর টেকক্রাঞ্চ।


সাপোর্ট পেজে এ বিষয়ে আপডেট দিয়েছে গুগল। সেখানকার তথ্যানুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে জিমেইল স্ট্যান্ডার্ড ভিউতে চলে যাবে। হ্যাকার নিউজের ব্যবহারকারীরা জানান, চলতি বছর শেষে ফিচারটি বন্ধের বিষয়ে গুগল তাদের ই-মেইল পাঠিয়েছে। ই-মেইল বার্তায় গুগল জানায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডেস্কটপ ও মোবাইল ওয়েবে জিমেইলের ব্যাসিক এইচটিএমএল ভিউ আর ব্যবহার করা যাবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও