You have reached your daily news limit

Please log in to continue


জিমেইলের এইচটিএমএল ভার্সন বন্ধ করছে গুগল

কনফিগারেশন বা ইন্টারনেটের গতি ভালো নয়—এমন কম্পিউটারে ব্যবহারের জন্য জিমেইলে এইচটিএমএল ভিউ ব্যবহারের সুবিধা দিয়ে আসছে গুগল। এছাড়া যারা সহজভাবে ই-মেইলে প্লাটফর্ম ব্যবহার করতে চায় তাদের জন্য এটি সহায়ক ছিল। পরিষেবার উন্নয়ন ও গ্রাহকের সুবিধার্থে নতুন ফিচার আনার পাশাপাশি পুরনোগুলোও বন্ধ করে দিচ্ছে গুগল। যার অংশ হিসেবে আগামী বছর থেকে এইচটিএমএল ভার্সনও বন্ধ হয়ে যাবে। খবর টেকক্রাঞ্চ।

সাপোর্ট পেজে এ বিষয়ে আপডেট দিয়েছে গুগল। সেখানকার তথ্যানুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে জিমেইল স্ট্যান্ডার্ড ভিউতে চলে যাবে। হ্যাকার নিউজের ব্যবহারকারীরা জানান, চলতি বছর শেষে ফিচারটি বন্ধের বিষয়ে গুগল তাদের ই-মেইল পাঠিয়েছে। ই-মেইল বার্তায় গুগল জানায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডেস্কটপ ও মোবাইল ওয়েবে জিমেইলের ব্যাসিক এইচটিএমএল ভিউ আর ব্যবহার করা যাবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন