![](https://media.priyo.com/img/500x/https://bonikbarta.net/uploads/news_image/news_355583_1.jpg?t=1695877216)
শেখ হাসিনা: বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার স্বপ্নসারথি ও রূপকার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে সর্বাপেক্ষা দীর্ঘতম সময়ের জন্য রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত। তিনি সারা বিশ্বেও দীর্ঘতম সময় নিয়োজিত নারী সরকারপ্রধান। ২৮ সেপ্টেম্বর ২০২৩ তার ৭৭তম জন্মদিবস। এ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও বিনম্র শ্রদ্ধা জানাই।
একজন প্রথিতযশা রাজনীতিক ও বাংলাদেশ রাষ্ট্রের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘরে জন্ম নিলেও শেখ হাসিনার জীবন কুসুমাস্তীর্ণ ছিল না। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ মহকুমার পাটগাতী ইউনিয়নের টুঙ্গিপাড়া নামক অজপাড়া গায়ে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে গ্রামের কাদামাটিতে বড় হয়েছেন। শেখ হাসিনার জন্মের সময় তার পিতা কলকাতায় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাহচর্যে থেকে সদ্য স্বাধীন পাকিস্তান আন্দোলন শেষ করে হিন্দু-মুসলমান দাঙ্গা দমনে ব্যস্ত। রক্তে তার রাজনীতির নেশা। পরিবারের চেয়ে তাই রাজনীতির প্রাধান্য। শৈশবে শেখ হাসিনা গৃহিণী মা ও দাদা-দাদির আদর-যত্ন ও সাহচর্যে বড় হয়েছেন। বাবা অধিকাংশ সময় জেলে কাটাতেন। বঙ্গবন্ধু ১৯৫৪ সালের পর যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী হলে তার স্ত্রী ফজিলাতুন নেছা মুজিব দুই সন্তান শেখ হাসিনা ও শেখ কামালসহ ঢাকায় চলে আসেন। সন্তানদের স্কুলে ভর্তি করা হয়। কিন্তু বছর না যেতেই যুক্তফ্রন্ট সরকারের পতন হলে শেখ মুজিবকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। বেগম মুজিব ভাড়া বাড়িতে উঠে অতিকষ্টে ছেলেমেয়েদের মানুষ করেন। তাই বলতে গেলে শৈশব থেকেই বঙ্গবন্ধুর ছেলেমেয়েরা রাজনৈতিক পরিবেশে, দুঃখ-কষ্টের মধ্যেই বড় হতে থাকেন। মা ফজিলাতুন নেছা গৃহিণী হিসেবে ছেলেমেয়েদের লালন-পালন ও লেখাপড়ার মুখ্য দায়িত্ব পালন করলেও স্বামীর আন্দোলন-সংগ্রাম ও রাজনীতির সহযোগী ও পরামর্শদাতা হয়ে ওঠেন। ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণআন্দোলন এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাই বঙ্গবন্ধু শেখ মুজিবের সঙ্গে তার পরিবারের সদস্যরাও সক্রিয় অংশগ্রহণ করেন। ’৭১-এর ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানের সামরিক জান্তা প্রথমে পাঞ্জাবের লায়ালপুর (বর্তমান ফয়সালাবাদ) এবং পরে মিয়ানওয়ালি কারাগারে নিয়ে গেলে বেগম মুজিবকে দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা এবং ছোট ছেলে শেখ রাসেলসহ ধানমন্ডির ১৮ নং সড়কের একটি বাড়িতে অন্তরীণ রাখা হয়। দুই ছেলে শেখ কামাল ও শেখ জামাল ভারতে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বামী পাকিস্তানের কারাগারে অন্তরীণ, দুই ছেলে মুক্তিযুদ্ধে, বড় মেয়ে সন্তানসম্ভবা শেখ হাসিনা ও অন্য দুই সন্তান নিয়ে ঘোর অনিশ্চয়তা ও উৎকণ্ঠার মধ্যে সময় কাটান বেগম মুজিব। ’৭১-এর জুলাইয়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জন্মগ্রহণ করেন।
- ট্যাগ:
- মতামত
- মান উন্নয়ন
- উন্নয়ন
- রাজনীতিক