রোগীদের খাবার নিয়ে দুর্নীতি, ১৬০ টাকার মুরগি ৪২৮ টাকা

বাংলা ট্রিবিউন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৮

বর্তমানে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৬০-১৭০ টাকা হলেও, তা ৪২৮ টাকায় কিনছে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। প্রায় তিনগুণ বেশি দামে হাসপাতালের রোগীদের জন্য এই মুরগি সরবরাহ করছে সোনাম ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। একইভাবে দ্বিগুণ-তিনগুণ বেশি দামে সরকারি এই হাসপাতালে রোগীদের জন্য অন্যান্য খাবার সরবরাহ করছে আরও তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 


খাবার সরবরাহের সুযোগে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সিন্ডিকেট করে গত তিন বছর ধরে দরপত্র নিয়ন্ত্রণ করছে প্রতিষ্ঠানগুলো। ঘুরেফিরে বেশি দামে যাবতীয় পণ্য কেনার জন্য হাসপাতালের সঙ্গে চুক্তিবদ্ধ হয় তারা। তাদের বাইরে অন্য কেউ কাজ পায় না। এতে প্রতি বছর লুটপাট হয় সরকারের কয়েক কোটি টাকা। আবার রোগীদের যে মানের খাবার দেওয়ার কথা, তার চেয়েও নিম্নমানের খাবার দেওয়া হয় প্রতিদিন। খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো হলো—মেসার্স সোনাম ট্রেডার্স, এআর ট্রেডার্স, প্রিমিয়াম ট্রেডার্স ও মেসার্স নুরাইজ ট্রেডার্স। চারটি প্রতিষ্ঠানের অবস্থান নগরীর ধাপ হাজীপাড়া এলাকায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও