নতুন আতঙ্ক ‘কোভিডেঙ্গু’
দেশ রূপান্তর
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০০
নতুন আতঙ্ক ‘কোভিডেঙ্গু!’ পশ্চিমবঙ্গের কলকাতায় ডেঙ্গুর মধ্যে নতুন করে উঠে এসেছে এক রোগের কথা। চিকিৎসকরা যার নাম দিয়েছেন, ‘কোভিডেঙ্গু।’ অর্থাৎ কোভিড ও ডেঙ্গুর মিলিত এক রোগ, যাতে বিপদের মুখে পড়তে হচ্ছে রোগীকে।
চিকিৎসকদের বরাত দিয়ে নিউজবাংলা১৮ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কোভিডের পর ডেঙ্গু হলে সাবধান। আর সেই কারণেই আতঙ্কের নাম কোভিডেঙ্গু। অর্থাৎ, করোনার সময় যাদের ভেন্টিলেশনে বা আইসিইউতে থাকতে হয়েছে, ডেঙ্গুর সময় তাদের অনেকটা বেশি ঝুঁকি। ডেঙ্গু আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়েছে, তাদের সিংহভাগই করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই কারণেই চিকিৎসকরা বলছেন, করোনা হয়ে থাকলে, এই সময় অনেক বেশি সতর্ক থাকতে হবে। অনেক ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে তীব্র শ্বাসকষ্টের শিকার হয়ে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- ডেঙ্গুজ্বর
- ডেঙ্গু
- কোভিড-১৯