কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দুই বছরে ১১ বার কামড়, আবারও সংবাদ শিরোনামে বাইডেনের কুকুর

প্রথম আলো প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দুই বছর বয়সী জার্মান শেপার্ড কুকুরটি আবারও একজনকে কামড়ে দিয়েছে। এবার প্রাণীটির কামড় খেয়েছেন হোয়াইট হাউসের এক নিরাপত্তা কর্মকর্তা।


গতকাল মঙ্গলবার মার্কিন সিক্রেট সার্ভিসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।


এ নিয়ে ‘কমান্ডার’ নামের কুকুরটি ১১ বার হোয়াইট হাউস ও ডেলাওয়্যারে জো বাইডেনের পারিবারিক বাসস্থানের নিরাপত্তায় নিয়োজিত থাকা কর্মীদের কামড়াল। এর আগের কামড়ের সব কটি ঘটনা ঘটেছে ডেলাওয়্যারের বাড়িতে।


বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় গত সোমবার রাতে কুকুরটির কামড়ের শিকার হন সিক্রেট সার্ভিসের ওই কর্মকর্তা। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


বাইডেনের পরিবারে দুটি জার্মান শেপার্ড আছে। এর মধ্যে কমান্ডার বয়সে ছোট।


সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলিয়েলমি গতকাল বলেন, সোমবার রাত আটটার দিকে সিক্রেট সার্ভিস ইউনিফর্মড ডিভিশনের এক পুলিশ কর্মকর্তাকে প্রেসিডেন্টের পরিবারের একটি পোষা কুকুর কামড়ে দিয়েছে।


গুগলিয়েলমি পরে সিএনএনকে বলেন, আহত ওই কর্মকর্তার সঙ্গে গতকাল সিক্রেট সার্ভিসের পরিচালক কিম্বার্লি চিটলের কথা হয়েছে। তিনি ভালো আছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে