ইসকন প্রতারক, কসাইদের কাছে গরু বিক্রি করে: মেনকা গান্ধী
ধর্মীয় সংগঠন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে তোপ দেগেছেন ভারতে ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্য মেনকা গান্ধী। তিনি অভিযোগ তুলেছেন, ইসকন বড় প্রতারক। নিজেদের গোশালা থেকে ইসকনের সদস্যরা কসাইদের কাছে গরু বিক্রি করেন।
তবে ইসকনের পক্ষ থেকে এক বিবৃতিতে মেনকার এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। বলা হয়েছে, এ অভিযোগ ‘অপ্রমাণিত ও মিথ্যা’।
মেনকা গান্ধী ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্রবধূ। মেনকার স্বামী সঞ্জয় গান্ধী উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। ইন্দিরা গান্ধীর আরেক পুত্রবধূ সোনিয়া গান্ধী ও তাঁর ছেলে-মেয়ে রাহুল ও প্রিয়াঙ্কা কংগ্রেসের রাজনীতি করলেও মেনকা ও তাঁর ছেলে বরুণ গান্ধী বিজেপি করেন।
পশু অধিকার নিয়ে বরাবর সোচ্চার মেনকা গান্ধী। সামাজিক যোগাযোগমাধ্যমে পশু অধিকার নিয়ে তিনি বিভিন্ন সময় লেখালেখি করেন। অনলাইনে ভাইরাল হওয়া একটি ভিডিওতে মেনকাকে বলতে শোনা যায়, ‘দেশের মধ্যে ইসকন বড় প্রতারক একটি সংগঠন। ইসকনের অনেক গোশালা রয়েছে। সরকারের কাছ থেকে জমিসহ নানা সহায়তা নেয়।’
অন্ধ্র প্রদেশের অনন্তপুরে ইসকনের একটি গোশালা রয়েছে। সেখানে সফরে গিয়েছিলেন মেনকা গান্ধী। সেই স্মৃতির কথা জানিয়ে তিনি বলেন, সেখানে কোনো গরু ছিল না। সেখানে তিনি কোনো বাছুরও দেখেননি। মেনকা বলেন, ‘সেখানে একটিও বাছুর ও গরু ছিল না। অর্থাৎ, সব বিক্রি করে দেওয়া হয়েছে।’