You have reached your daily news limit

Please log in to continue


২০০ রান করতে এত কষ্ট!

আধুনিক ক্রিকেটে ঠিক কতরানকে নিরাপদ ধরা যায়? এমন প্রশ্নের উত্তরে সচেতন ভক্তরা উত্তর দিতে পারেন, ওয়ানডেতে যেকোন রানই চেজ করা সম্ভব। তবে ৩০০ কিংবা ৩২০ এর বেশি রানকে নিরাপদ হিসেবে বিবেচনা করা যেতে পারে। বর্তমানে ৩০০ এর বেশি রানই ক্রিকেট দুনিয়ার জন্য নিয়মিত দৃশ্য। অথচ, বাংলাদেশ দলের জন্য ৩০০ রান তো দূরে থাক, দুইশ করতেই যেন দম ফুরানোর দশা। 

পরিসংখ্যানের পাতায় চোখ রাখলেই এমন কিছু স্পষ্ট হয়ে ধরা দিবে। চলতি বছর এশিয়া কাপ, ঘরের মাঠে সিরিজ, ঘরের বাইরের সিরিজ মিলিয়ে এখন পর্যন্ত ২০টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। এরমাঝে বৃষ্টির কারণে বাংলাদেশ ব্যাট করতে পারেনি বা ২০০ এর নিচের টার্গেটে ব্যাট করেছে এমন ম্যাচ আছে ৩টি। 

বাকি ১৭ ম্যাচের মধ্যে বাংলাদেশ ২০০ এর নিচে স্কোর করেছে ৭ ম্যাচে। এর মধ্যে শেষ দশ ম্যাচেই ২০০ রানের নিচে অলআউট হয়েছে ৬ বার। সবমিলিয়ে পরিস্থিতি যে অত্যন্ত নাজুক, যা দিবালোকের মতোই প্রকাশ্য। ঘরের মাঠে বিশ্বকাপের আগে নিজেদের সবশেষ সিরিজেও দেখা গিয়েছে বাংলাদেশের এমন দুরাবস্থা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন