রাজনীতিতে আলটিমেটাম

যুগান্তর সম্পাদকীয় প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার পতনের একদফা দাবিতে টানা কর্মসূচি নিয়ে রাজপথে রয়েছে বিএনপি। অন্যদিকে নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিএনপির কর্মসূচির দিনগুলোয় নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকছে ক্ষমতাসীন আওয়ামী লীগও। তাদের ‘পালটাপালটি’ কর্মসূচি ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। যদিও জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি থাকলেও নির্বাচনকালীন সরকার ইস্যুর সুরাহা হয়নি এখনো। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ইস্যুতে সৃষ্ট সংকট সমাধানে বড় দুই দলকে সংলাপে বসার তাগিদ দিয়ে আসছে।


সংকট নিরসনে পর্দার ভেতরে ও বাইরে দেশি-বিদেশি নানা মহলের তাগিদ ও তৎপরতাও দেখা যাচ্ছে। বড় দলগুলোর রাজনৈতিক অসহনশীলতা, অনমনীয় মনোভাব এবং ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির কারণে সৃষ্ট সংকটের প্রেক্ষাপটে বিদেশি ক‚টনীতিকরা আগে পর্দার আড়ালে তৎপরতা চালালেও এখন প্রকাশ্যে শুরু করেছেন দৌড়ঝাঁপ। ভিসা নিষেধাজ্ঞাসহ নানা পদক্ষেপও নিতে দেখা যাচ্ছে।


এদিকে দেশের বড় দুটি রাজনৈতিক দলের মধ্যে সহনশীল আচরণ দেখা যাচ্ছে না। একদিকে দলীয় প্রধানের মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বিএনপি, অন্যদিকে অপরাজনীতি ছাড়তে বিএনপিকেও ৩৬ দিনের আলটিমেটাম দিয়েছে আওয়ামী লীগ। এমন আলটিমেটামে বিভিন্ন রাজনৈতিক দলের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ রাজনীতির মাঠে সংঘাতের আশঙ্কা করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও