You have reached your daily news limit

Please log in to continue


প্রায় দিনই সকালের খাবার খাওয়া হয় না? কোন রোগগুলির ঝুঁকি বাড়ছে জানেন?

ছুটির দিনগুলি ছাড়া বেশির ভাগ দিনই সকালের খাবার ঠিক করে খাওয়া হয় না অনেকেরই। একে তো অফিস যাওয়ার তাড়া থাকে, তার উপর অনেক সময়ে ঘুম থেকে উঠতেও খানিকটা দেরি হয়ে যায়। ফলে তাড়াহু়ড়োয় কিছু খাওয়া হয় না বললেই চলে। আর এই কারণেই নানা রোগবালাই বাসা বাঁধতে শুরু করে শরীরে। রাতের খাবার খাওয়ার পর অনেকটা সময়ে পেট খালি থাকে। সকালের দিকে তাই সব সময়ে ভারী খাবার খেতে হয়। তেমনটাই বলে থাকেন চিকিৎসক এবং পুষ্টিবিদেরাও। সকালের খাবার ঠিক করে না খাওয়ার প্রভাব পড়ে শরীরে। সকালের খাবার ঠিক করে খাওয়া এবং না খাওয়ার উপর শরীরের ভালমন্দ নির্ভর করছে। সকালের খাবার খাওয়ার অনিয়মে কী কী শারীরিক সমস্যা দেখা দিতে পারে?

১) সকালের খাবার না খাওয়ার অভ্যাস পরবর্তীকালে বা়ড়তে পারে ডিমেনশিয়ার ঝুঁকি। স্মৃতিশক্তি লোপ, ভাবনা-চিন্তার অসুবিধা, সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতার মতো একাধিক সমস্যা দেখা দিতে পারে। ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে সঠিক সময়ে সকালের খাবার খেতে হবে।


২) দিনের শুরুতে কিছু না খেলে শরীর ভিতর থেকে দুর্বল হয়ে পড়ে। হজমেও সমস্যা দেখা দেয়। বিপাকীয় ক্রিয়াকলাপও দুর্বল হয়ে পড়ে। এর ফলে পেটের গোলমাল দেখা দিতে পারে।


৩) সকালে খাবার এড়িয়ে গেলে রক্তে চিনির মাত্রা কমেও যেতে পারে। ফলে রক্তচাপ বেড়ে যায়। উচ্চ রক্তচাপের হাত ধরে জন্ম নেয় মাইগ্রেনের মতো সমস্যা। মাইগ্রেনের সমস্যা থাকলে সকালের খাবার খেতে হবে নিয়ম মেনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন