কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার চাপে বাংলাদেশ

দৈনিক আমাদের সময় চিররঞ্জন সরকার প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৭

দেশে নির্বাচনী তৎপরতা এখনো শুরু হয়নি। বিরোধী দলের আন্দোলনেও তেমন কোনো গতি নেই। এর মধ্যে দেশে তোলপাড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের ঘোষণা দেওয়ার পর এই তোলপাড় শুরু হয়। গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে।


ঘোষণায় বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করবে সেসব ব্যক্তির বিরুদ্ধেই ভিসার বিধিনিষেধ আরোপ করা হবে। এই ব্যক্তিদের মধ্যে বর্তমান এবং সাবেক বাংলাদেশি কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্য, ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য অন্তর্ভুক্ত রয়েছে। এই ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী বা জড়িত বলে প্রমাণিত অতিরিক্ত ব্যক্তিরাও ভবিষ্যতে এই নীতির অধীনে ভিসার জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারে বলে জানানো হয়েছে। বাংলাদেশে ২০২৪ সালের জানুয়ারির মধ্যে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং যুক্তরাষ্ট্র বলেছে যে, তারা নির্বাচনী কারসাজি ও অসদাচরণ থেকে দেশটাকে উদ্ধার করতে চায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও