You have reached your daily news limit

Please log in to continue


নিজের বায়োপিক চান রাখি!

একের পর এক বিতর্কে নিয়মিত আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। চলতি বছরের প্রথম থেকে ক্রমাগত শিরোনামে থেকেছেন টেলিভিশনের অন্যতম বিতর্কিত এই তারকা। আদিল দুররানি খানের সঙ্গে বিয়ে, তারপর বিবাহবিচ্ছেদ। সম্পর্কের টানাপড়েন এবং সেই সংক্রান্ত ঝুটঝামেলা নিয়ে বরাবর আলোচনার কেন্দ্রে তাদের দাম্পত্য কলহ।

রাখির অভিযোগের ভিত্তিতে কয়েক মাস হাজতবাসও হয়েছে আদিলের। তাতেও ক্ষান্ত হননি তিনি। আদিলের বিরুদ্ধে তার নগ্ন ভিডিও মোটা টাকায় বিক্রির অভিযোগ এনেছেন ‘বিগ বস’ খ্যাত তারকা রাখি। অভিযোগের পাহাড় দাঁড় করার পরে আবার শান্তির খোঁজে ওমরাহ করতে মক্কায় গিয়েছিলেন রাখি।

সেখান থেকে ফিরে নিজের নামও বদলে ফেলার ঘোষণা দেন তিনি। সব মিলিয়ে রীতিমতো ঘটনাবহুল ও বর্ণময় রাখির জীবন। সেই জীবনকেই এবার সিনেমার পর্দায় তুলে ধরতে চান রাখি!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন