You have reached your daily news limit

Please log in to continue


উদ্‌যাপনে মাতলেন তারকারাও

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের নিয়ে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা’ এবার শুরু হয়েছে ১১ সেপ্টেম্বর চট্টগ্রামের ফয়’স লেকে। সারা দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার এ আয়োজন করা হবে। এরই ধারাবাহিকতায় রাজধানীতে গতকাল সোমবার শুরু হয়েছে দুই দিনব্যাপী ঢাকা বিভাগের শিক্ষার্থীদের সংবর্ধনা। গানে গানে, তারকাকথনে নবীন প্রজন্মের কৃতী শিক্ষার্থীদের সারা দিন কেটেছে এই আনন্দ উৎসবে।

কদিন আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বাংলাদেশে এসে গানের দল ‘জলের গান’-এর সংগীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দর ধানমন্ডির বাসার নিজস্ব স্টুডিওতে কিছু সময়ের জন্য বেড়াতে যান। গান দিয়ে দেশ–বিদেশে সুনাম কুড়ানো গানের দল জলের গান এসেছিল মেধাবীদের গান শোনাতে। গল্প–কথা আর গানে গানে মেধাবীরাও মেতে ওঠেন সময়ের জনপ্রিয় এই ব্যান্ডের গানে।

সংগীতশিল্পী পান্থ কানাই ও অনিমেষ রায় দ্বৈত কণ্ঠে কোক স্টুডিও বাংলার ‘নাসেক নাসেক’সহ তিনটি গান গেয়ে শোনান।‘সাদা সাদা কালা কালা’ গান গেয়ে আলোচিত অভিনয়শিল্পী এরফান মৃধা। তিনিও এসেছিলেন এই আয়োজনে। গেয়ে শুনিয়েছেন বহুল জনপ্রিয় এই গান। এর বাইরে কোক স্টুডিওতে গাওয়া ‘কথা কইয়ো না’ গানটিও গেয়ে শুনিয়েছেন তিনি।

চরকিতে ‘পুনর্মিলনে’ এবং দেশের প্রেক্ষাগৃহে ‘অন্তর্জাল’ মুক্তির পর দারুণ সময় পার করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। এই আয়োজনে তিনি শুনিয়েছেন গল্প, গেয়েছেন গান। তাহসানের গাওয়া জনপ্রিয় গান ‘আলো’ ও ‘দূরে তুমি দাঁড়িয়ে’ গান দুটি তাঁর কণ্ঠে শুনে উপস্থিত শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন