ভাসমান ব্যারিয়ার অপসারণ করবে ফিলিপাইন
দক্ষিণ চীন সাগরে বিতর্কিত এলাকায় চীনের ভাসমান ব্যারিয়ার অপসারণে উপযুক্ত পদক্ষেপ নেবে ফিলিপাইন। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে এক বিবৃতিতে এ তথ্য জানান দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এডুয়ার্ডো এম অ্যানো।
এর আগে রোববার (২৪ সেপ্টেম্বর) বেইজিংয়ের বিরুদ্ধে দক্ষিণ চীন সাগরে ব্যারিয়ার স্থাপনের অভিযোগ তোলে ফিলিপাইন। দেশটির কোস্টগার্ডের মুখপাত্র জায়ে তারিয়েলা এক এক্স বার্তায় (পূর্বে টুইটার) বলেন, সাগরের স্কারবোরোফ শোল এলাকায় ভাসমান ব্যারিয়ার স্থাপন করার কারণে আমাদের দেশের মৎস্যজীবীরা মাছ ধরতে পারছে না।