আইওএস ১৭’র নতুন যেসব ফিচার
ডেইলি স্টার
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩২
সম্প্রতি অ্যাপলের নতুন সফটওয়্যার আপডেট আইওএস ১৭ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর রিলিজের তিন দিন পর আবারো একটি নিরাপত্তা আপডেট যোগ করা হয় এতে।
ইউজার এক্সপেরিয়েন্স ও উদ্ভাবনী ফিচারের উপর জোর দেওয়া হয়েছে এবারের আপডেটে, পাশাপাশি উল্লেখযোগ্য কিছু আপগ্রেডও আনা হয়েছে। আইওএস ১৭ এর উল্লেখযোগ্য কিছু ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।
যেসব ডিভাইসে ব্যবহার করা যাবে
আইফোন ৮, আইফোন ৮ প্লাস এবং আইফোন এক্স-এ আইওএস ১৭ ব্যবহার করা যাবে না। আইফোন এক্সআর, আইফোন এক্সএস অথবা পরবর্তী মডেলগুলোতে, এমনকি তৃতীয় প্রজন্মের আইফোন এসই মডেলেও আইওএস ১৭ ইনস্টল করা যাবে। আপনার আইফোনের মডেল যাচাই করতে প্রথমে সেটিংসে যান। তারপর 'জেনারেল' অপশনে ক্লিক করে 'অ্যাবাউট' অপশনটি দেখুন। এখানে আপনার ফোনের মডেল নাম্বার উল্লেখ থাকবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- আইওএস
- আইওএস এবং অ্যান্ড্রয়েড