আইওএস ১৭-তে নেমড্রপ ব্যবহার করবেন যেভাবে

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৫

সহজে কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করার জন্য বর্তমানে অ্যাপলের নেমড্রপ একটি কার্যকরী টুল। আইফোন ওএসের নতুন সংস্করণ আইওএস১৭ বের হওয়ার পর অনেকেই ভেবে থাকতে পারেন এটি ব্যবহার করা হয়তো খুব সহজ নয়। যদিও এটি ঠিক নয়। নেমড্রপ ব্যবহার করা খুবই সহজ। নিচে নেমড্রপ ব্যবহারের নিয়ম আলোচনা করা হলো।


নেমড্রপ কি?
নেমড্রপ আইওএস-১৭-এর নতুন একটি ফিচার। এই ফিচারের মাধ্যমে একটি আইফোনকে আরেকটি আইফোনের স্পর্শে এনে তাৎক্ষনাৎ কন্ট্যাক্ট ইনফরমেশন একে অপরের সঙ্গে শেয়ার করা যায়। এটি অনেকটাই আগেকার ট্যাপ টু শেয়ার টুলসেটের মতো। এটি শুধু কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করার জন্য বিশেষভাবে তৈরি। এমন অনেক তৃতীয় পক্ষের অ্যাপ থাকলেও এটি অ্যাপলের সম্পূর্ণ নিজস্ব সমাধান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও