কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাইবেরিয়ায় নির্জন কারাবাসে পুতিনের প্রতিপক্ষ কারা-মুরজা

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৯

ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক প্রতিপক্ষ অধিকারকর্মী কারা-মুরজাকে মস্কো থেকে সাইবেরিয়ার সবচেয়ে নিরাপদ কারাগারে সরিয়ে নেওয়া হয়েছে। তাকে ওমস্ক পেনাল কলোনির আইসোলেশন সেলে বা নির্জন কারাবাসে রাখা হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।


বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিশ্বাসঘাতকতা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে গত এপ্রিলে ভ্লাদিমির কারা-মুরজাকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাম্প্রতিক বছরগুলোতে পুতিনের কোনো প্রতিপক্ষকেই এত দীর্ঘ সাজা দেওয়া হয়নি।


অ্যারিজোনার হাউস অব রিপ্রেজেনটেটিভসের ইউক্রেনে রুশ আগ্রাসন চালানোর সমালোচনা করে বক্তব্য দেন ভ্লাদিমির কারা-মুরজা। এরপরই তাঁর বিরুদ্ধে আনা হয় বিশ্বাসঘাতকতা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ।


কয়েক সপ্তাহ ধরে কোনো খবরই পাওয়া যাচ্ছিল না ৪২ বছর বয়সী এই অ্যাকটিভিস্টের। ফেসবুক পোস্টে কারা-মুরজার আইনজীবী ভাদিম প্রখরভ বলেন, গত সপ্তাহে মস্কোর আটক কেন্দ্র থেকে ওমস্কের আইকে-৬ পেনাল কলোনিতে নিয়ে যাওয়া হয় কারা-মুরজাকে। তাঁকে সরাসরি আইসোলেশন সেলে নেওয়া হয়েছে বলে জানান প্রখরভ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও