বিদ্যুৎ গতিতে ফলের রস পান করে গিনেস বুকে ভারতীয় যুবক
বিদ্যুৎ গতিতে প্যাকেটজাত ফলের রস পান করে গিনেস বুকে নাম লেখালেন ফয়াজ নাজ নামের এক ভারতীয় যুবক। তিনি একাধিক গিনেস রেকর্ডের অধিকারী।
ফয়াজ চোখের পলক ফেলার আগেই প্যাকেটজাত ফলের রস পান করেন। এর আগে ১১.৮৬ সেকেন্ডে রস পান করেছিলেন তিনি। যদিও জার্মান আন্দ্রে অরটল্ফ ১০.৪১ সেকেন্ড সময় নিয়ে সেই রেকর্ড ভেঙে দিয়েছিলেন। কিন্তু এবার তাকে হারিয়ে দিলেন ভারতীয় যুবক। মাত্র ৮.০২ সেকেন্ডে এক প্যাকেট ফলের রস পান করেছেন তিনি। এই প্রথম ১০ সেকেন্ডেরও কম সময়ে ফলের রস পানের রেকর্ড করলেন কেউ।