এই গিল কোথায় থামবেন
প্রথম আলো
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৪
প্রথম ৯ রান তুলতে খেলেছেন ১৯ বল, ফিফটিতে পৌঁছাতে পরের ৪১ রান তুলেছেন ১৮ বলে। কাল ইন্দোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুবমান গিল ফিফটিতেই থামেননি, ৯২তম বলে ছুঁয়েছেন তিন অঙ্কের মাইলফলকও। যা ডানহাতি এ ব্যাটসম্যানের ২০২৩ সালে পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি।
ক্যারিয়ারের ষষ্ঠ এই সেঞ্চুরির পথে ওয়ানডে ক্রিকেটের বেশ কিছু রেকর্ডে নাম লিখিয়েছেন গিল। কোথাও বাবর আজমকে ছাড়িয়েছেন, কোথাওবা হাশিম আমলা। কোথাও আবার ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গে রেকর্ডে ভাগ বসিয়েছেন।
২০২৩ সালে ভারতের মাটিতে চারটি সেঞ্চুরি করেছেন শুবমান গিল। এক পঞ্জিকাবর্ষে এত সেঞ্চুরি আর কারওই নেই। ভারতীয়দের মধ্যে দেশের মাটিতে এক বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তিনটি করে সেঞ্চুরি করে সেঞ্চুরি আছে শচীন টেন্ডুলকার (১৯৯৬), বিরাট কোহলি (২০১৭ ও ২০১৮) এবং রোহিত শর্মার (২০১৭)।
- ট্যাগ:
- খেলা
- রেকর্ড
- ওয়ানডে ক্রিকেট
- শুবমন গিল