You have reached your daily news limit

Please log in to continue


খোলা ও প্যাকেটের আটায় দামের ব্যবধান ১৫ টাকা

রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি খোলা আটার দাম ৪৫ টাকা। একই আটা প্যাকেটে ঢুকলেই দাম হয়ে যাচ্ছে ৬০ টাকা। অর্থাৎ খোলা ও প্যাকেটের আটায় দামের ব্যবধান কেজিতে ১৫ টাকা। শুধু প্যাকেজিংয়ের কারণে একই পণ্যের দামে এত ব্যবধান নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। আর ভোক্তা অধিকারসংশ্লিষ্টরা বলছেন, এটা প্রতারণার শামিল।

প্যাকেজিং তৈরির প্রতিষ্ঠান মেসার্স আল আরাফা এন্টারপ্রাইজ অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক আবদুস সাত্তার বলেন, দুই কেজি আটা তৈরির একটি প্যাকেটের দাম পড়ে ২ টাকা ৮০ পয়সা থেকে ২ টাকা ৯০ পয়সা পর্যন্ত; যার মানে দাঁড়ায় দুই কেজি আটার প্যাকেজিং খরচ সর্বোচ্চ ৩ টাকা। অথচ প্যাকেটজাত করার পর সেই ২ কেজি আটা ৩০ টাকা বেশি দামে বিক্রি করছে করপোরেট কোম্পানিগুলো।

বাজারে বর্তমানে বসুন্ধরা, পুষ্টি, তীর, পিওর, ইফাদসহ বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত আটা আছে। সব কটি কোম্পানির দুই কেজি ওজনের প্রতি প্যাকেট আটার খুচরা মূল্য ১২০ টাকা। কিন্তু একই পরিমাণ আটা খোলা কিনলে দাম পড়ে সর্বোচ্চ ৯০ টাকা।

খোলা ও প্যাকেটজাত আটার দামে অতিরিক্ত ব্যবধানকে প্রতারণার শামিল বলেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটির সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর ভূঁইয়া বলেন, খোলা ও প্যাকেট আটায় বাড়তি মুনাফা আদায় করা হচ্ছে। এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন