কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তেহরানজুড়ে একযোগে ৩০টি বিস্ফোরণের পরিকল্পনা, নস্যাতের দাবি ইরানের

ঢাকা পোষ্ট তেহরান প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫১

অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে ইরানের রাজধানী তেহরানজুড়ে একযোগে ৩০টি বিস্ফোরণের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। রোববার দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে।


এতে বলা হয়েছে, রাজধানীর ব্যস্ততম ও জনাকীর্ণ সিটি সেন্টারগুলোতে একযোগে ৩০টি বিস্ফোরণের পরিকল্পনা করেছিল সন্ত্রাসীরা।  তবে বিস্ফোরণের এই প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে হামলার পরিকল্পনায় জড়িত সন্দেহে রাজধানী তেহরান, আলবোরজ ও পশ্চিম আজারবাইজান প্রদেশ থেকে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


বিবৃতিতে বলা হয়েছে, ‘দেশের নিরাপত্তা কর্তৃপক্ষকে ভেঙে দেওয়া, অস্থিতিশীল ভাবমূর্তি তৈরি, সমাজে হতাশা ও ভয়ের বীজ বপন এবং গত বছরের দাঙ্গার বার্ষিকীর দিনে বিশৃঙ্খলা ও বিক্ষোভ উসকে দেওয়ার লক্ষ্যে বিস্ফোরণের পরিকল্পনা করা হয়েছিল।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও