You have reached your daily news limit

Please log in to continue


রক্তাক্ত পা নিয়েই শুটিং করেছিলেন দীপিকা

চলচ্চিত্রের পর্দায় দর্শকরা যা দেখেন, তা যেন রূপকথার মতো। এখানে সব কিছু খুব সহজ মনে হয়। তবে পর্দায় আসল দৃশ্য ফুটিয়ে তুলতে অনেক কঠিন শ্রম দিতে হয় নায়ক-নায়িকাদের। বলিউড নায়িকা দীপিকার এমনই একটি গল্পের কথা জানা যাক।

সঞ্জয় লীলা ভানশালীর সঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন দীপিকা। ‘গোলিওঁ কী রাসলীলা রামলীলা’ সিনেমায় প্রথম রণবীর সিয়ের বিপরীতে কাজ করেন দীপিকা ও সেখান থেকেই তাদের প্রেমের শুরু।

একটি টক শোতে উপস্থিত হয়ে রণবীর জানিয়েছিলেন, ‘নাগাড়া সঙ্গ ঢোল বাজে’ গানটি পর্দায় যতটা সুন্দর লেগেছিল, তার পিছনে দীপিকার কী কঠিন পরিশ্রম ছিল!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন