বিপিএলে দল পাননি যারা
রাজধানীর পাঁচতারকা হোটেলে রোববার বিপিএলের দশম আসরকে সামনে রেখে হয়ে গেল প্লেয়ার্স ড্রাফট।
এবারের ড্রাফটে দেশি-বিদেশি ক্রিকেটার মিলিয়ে ৬৫১ জন ক্রিকেটারের নাম ছিল। এতে ২০৩ জন দেশি ক্রিকেটারকে সাত ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আর ৫টি ক্যাটাগরিতে ৪৪৮ জন বিদেশি ক্রিকেটার ছিলেন।
দেশি-বিদেশি মিলিয়ে দল গঠন শেষে বেশ কিছু পরিচিত মুখ অবিক্রিত রয়ে গেছেন। এক সময়ের জাতীয় দলের বড় নাম মোহাম্মদ আশরাফুলকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দলই। আশরাফুল খেলেছেন সর্বশেষ ২০১৯ সালে।
ভাগ্যের চাকা ঘুরেনি সাব্বির রহমানেরও। বিপিএলের গত আসরেও ছিলেন সাব্বির রহমান।
তাছাড়া সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হককেও দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্যাঞ্চাইজি। মুমিনুল অবশ্য বিপিএলে ছিলেন না গতবছরও। জাতীয় দলের টেস্ট ক্রিকেটার বনে যাওয়া মুমিনুল এবার ঘরোয়াতেও দল পেতে হিমশিম খাচ্ছেন।
গতকালই জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে সৈয়দ খালেদ আহমেদের। তবে রোববারের বিপিএল ড্রাফটে দল পাওয়া হয়নি তার। ‘সি’ ক্যাটাগরি থেকে মুনিম শাহরিয়ারও অবিক্রিত থেকেছেন।
২০ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘ডি’ ক্যাটাগরি থেকে দল পাননি অলক কাপালি, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দীকি, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, মার্শাল আইয়ুব, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, শামসুর রহমান, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, সাদমান ইসলামের মতো ক্রিকেটাররাও।