![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-09%252Ff0fc48ad-7c46-4648-8821-c7e68c632747%252FSpain_1.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
স্পেনে এআই দিয়ে কিশোরী–তরুণীদের নগ্ন ছবি প্রকাশ
স্পেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি শহরে স্থানীয় কিশোরী ও তরুণীদের নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বাদাজোজ প্রদেশের আলমেন্দ্রালেজো শহরের বাসিন্দারা হতবাক হয়ে পড়েছে। ছড়িয়ে পড়া সব কটি নগ্ন ছবিই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অ্যাপ ব্যবহার করে তৈরি করা হয়েছে।
আলমেন্দ্রালেজো শহরের কিশোরী ও তরুণীদের লক্ষ্য করেই এ ঘটনা ঘটানো হয়েছে। তাঁদের পোশাক পরা ছবি সংগ্রহ করে এআইয়ের মাধ্যমে তা নগ্ন করে প্রকাশ করা হয়েছে। এআইযুক্ত অ্যাপ ব্যবহার করে পোশাক ছাড়াই কোনো ব্যক্তির কাল্পনিক চিত্র তৈরি করা হয়। এই কিশোরী-তরুণীদের অধিকাংশ ছবি তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ১১ থেকে ১৭ বছর বয়সী ২০ জনের বেশি মেয়ে এ ঘটনার শিকার হয়েছেন।
এমন ১৪ বছর বয়সী এক কিশোরীর মা মারিয়া ব্লাঙ্কো রেয়ো বলেছেন, ‘“একদিন আমার মেয়ে স্কুল থেকে এসে জানিয়েছে, ‘মা, আমার টপলেস ছবি প্রকাশ করা হয়েছে।”’