You have reached your daily news limit

Please log in to continue


ছবিতে ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থানের নতুন তালিকা

প্রথম বিশ্বিযুদ্ধের স্মৃতি

বেলজিয়ামের টাইনে কট কমনওয়েলথ কবরস্থান উঠে এসেছে এবার তালিকায়। ১৯১৪ থেকে ১৯১৮ পর্যন্ত চলা যুদ্ধে নিহত সৈন্যদের মরদেহ এখানে শায়িত আছে। 

রুয়ান্ডার গণহত্যা

১৯৯৪ সালে রুয়ান্ডার টুটসি গোষ্ঠীর মানুষদের গণহত্যা করা হয়। মুরাম্বি, নিয়ামাটা, গিসোজি ও বিসেসেরোর স্মারককে ইউনেস্কো স্বীকৃতি দিচ্ছে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে। সেই সময় রুয়ান্ডার প্রায় আট লাখ টুটসিকে মারা হয়েছিল। শুধু গিসোজিতেই মারা যান আড়াই লাখ টুটসি। 

ভারতে হোয়সালা যুগের স্মৃতি

ভারতের কর্ণাটকে এখনও রয়েছে বহু মন্দির যা স্মরণ করায় সেই অঞ্চলের হোয়সালা বা হৈসল যুগের কথা। হৈসল রাজারা প্রায় দেড় হাজার মন্দির বানিয়েছিলেন, যার মধ্যে মাত্র ১০০টি এখনও রয়েছে। ছবিতে সেই সময়ের চেন্নাকেশব মন্দির। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন