পণ্য প্যাকেজিংয়ে মাত্রাতিরিক্ত খরচ, বিপাকে ব্র্যান্ডগুলো
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৬
যে কোনো ব্র্যান্ডের পণ্যের জন্য প্যাকেজিং বা মোড়কজাতকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালোমানের প্যাকেজিং ক্রেতার কাছে তৈরি করে ব্র্যান্ডভ্যালু। বিশ্ববাজারে ক্রমাগত কাঁচামালের দাম বাড়ায় বাড়ছে প্যাকেজিং খরচ। ডলারের দামও তৈরি করছে বাড়তি চাপ। ব্র্যান্ডগুলো প্যাকেজিংয়ের মান ধরে রাখতে রীতিমতো হিমশিম। এ বাড়তি খরচের চাপ পরোক্ষভাবে ভোগ করছে ভোক্তাও।
পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানগুলো বলছে, ২০২১ সালের পর থেকে তাদের পণ্য প্যাকিং খরচ অস্বাভাবিকভাবে বাড়তে থাকে, যা ওই সময়ের তুলনায় এখন ৩৫ থেকে ৪০ শতাংশ বেশি। খরচের এ খড়্গ পরোক্ষভাবে ভোক্তাকে বহন করতে হলেও অনেক ক্ষেত্রে কোম্পানিকেও নিতে হচ্ছে এ ভার। কারণ পণ্যের দামের সঙ্গে খরচ সমন্বয় করতে গিয়ে অনেক ব্র্যান্ডের পণ্য বিক্রি কমেছে। অভ্যন্তরীণ ও রপ্তানিমুখী শিল্পের প্রতিযোগিতা সক্ষমতাও কমছে।