সাক্ষাৎকারে শেন জার্গেনসেন : ‘বাংলাদেশ বিশ্বকাপে বড় হুমকি হবে’
২০১২ থেকে ২০১৪ পর্যন্ত দুই বছর ছিলেন বাংলাদেশের পেস বোলিং কোচ, ওই সময়ই পালন করেছেন ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব। এর আগে-পরে দুই দফায় মিলিয়ে ৯ বছর হলো নিউজিল্যান্ডের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করছেন শেন জার্গেনসেন। তাঁর সময়ে নিউজিল্যান্ড পেয়েছে তাদের ইতিহাসের সেরা পেস আক্রমণ। বাংলাদেশের এই সফরে নিউজিল্যান্ড দলের সঙ্গে আসা জার্গেনসেন প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে শুনিয়েছেন কিউইদের এই পেস সাফল্যের গল্প। এসেছে বাংলাদেশের পেস বোলারদের সাম্প্রতিক সাফল্যের কথাও—
এবার বাংলাদেশ বেশ উপভোগ করছেন মনে হচ্ছে?
শেন জার্গেনসেন: হ্যাঁ, অনেক পরিচিত মুখ। সবাই হাসিখুশি। এমন পরিবেশে বারবার ফিরে আসতে ভালো লাগে। ২০২১-এ যখন এসেছিলাম, তখন করোনার কারণে অনেক বিধিনিষেধ ছিল। এবার তেমন নয়। আমি এখানে প্রায় তিন বছরের মতো কাজ করেছি। অনেককেই ভালো চিনি, তাঁরাও আমাকে চেনে। খুব উপভোগ করছি।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট
- কোচ
- ক্রিকেট কোচ
- শেন জার্গেনসেন