ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৭

রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে চলমান পাল্টা আক্রমণের জন্য ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন মিডিয়ার বরাত দিয়ে আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


এই বিষয়ের সঙ্গে জ্ঞাত মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইউক্রেন বেশকিছু এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র পাবে। এটি ৩০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। রুশ বাহিনীর সম্মুখসারির পেছনেও গভীরে এ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে পারবে কিয়েভ বাহিনী। 


এদিকে গতকাল শুক্রবার ক্রিমিয়া কৃষ্ণ সাগর প্রণালিতে রুশ নৌ বাহিনীর সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন বাহিনী। ব্রিটেন ও ফ্রান্স থেকে পাওয়া স্ট্রম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে সর্বোচ্চ ১৫০ মাইল দূরে আঘাত হানা সম্ভব। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও