সিট ছাড়তে বলায় হলের গেটে তালা দিলেন ছাত্রলীগ নেত্রী

দৈনিক আমাদের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৬

অবৈধভাবে দখলে রাখা সিট ছাড়ার নির্দেশ দেওয়ায় হল গেটে তালা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হল শাখা ছাত্রলীগের এক নেত্রী। এতে ভোগান্তিতে পড়েন হলের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় প্রক্টরিয়াল বডির সদস্যরা গেলে তালা খুলে দেন অভিযুক্ত রহমতুন্নেসা হল শাখা ছাত্রলীগ নেত্রী তামান্না আক্তার তন্নি।


এ ব্যাপারে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক হাসনা হেনা বলেন, বিশ্ববিদ্যালয়ে তার একাডেমিক পড়ালেখা শেষ। তারপরও হলে সিট ধরে রেখেছে। এমনকি কক্ষের আলাদা একটি সিটেও কাউকে উঠতে দেয় না। এদিকে অনেক শিক্ষার্থী হলে সিট পাচ্ছে না। তাকে বিষয়টি একাধিকবার বলা হলেও সেটা মানেনি।


এ ব্যাপারে জানতে চাইলে ওই ছাত্রী বলেন, তিনি এমফিল করবেন। কিন্তু এখানে এমফিল শিক্ষার্থীর জন্য কোনো সিট নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও