![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2023/09/23/e3cdf10874f6a3d3d8596884296da955-650e4ea0b7da3.jpg)
পূজার নাটকে রওনক ও মৌসুমী
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৮
সকাল থেকে সেলুনে বসে আছেন মৌসুমী হামিদ। তাঁর গভীর মনোযোগ নরসুন্দরের হাতের ক্ষুরে। কীভাবে ক্ষুর চালিয়ে দাড়ি কামান তিনি, চিরুনি-কাঁচি সহযোগে সুনিপুণভাবে চুলে আনেন নতুন স্টাইল। নানা প্রশ্ন করে তাঁর কাছ থেকে যতটা সম্ভব শিখে নিচ্ছেন মৌসুমী।
কারণ, একটু পরেই তাঁকে নরসুন্দরের ভূমিকায় নামতে হবে। সেলুনে আসা লোকজনের গোঁফ-দাড়ি কামাতে হবে, চুল ছাঁটতে হবে। যদিও সবই হবে ক্যামেরার সামনে, তবু দৃশ্যটি বিশ্বাসযোগ্য করতে হলে কিছু জানাশোনা তো থাকা চাই।