বিশ্বের ‘সবচেয়ে দূরপাল্লার’ ড্রোন প্রদর্শন করেছে ইরান। এছাড়া ড্রোনের পাশাপাশি ব্যালিস্টিক এবং হাইপারসনিক মিসাইলও প্রদর্শন করেছে পশ্চিম এশিয়ার এই দেশটি। প্রতিবেশী ইরাকের সঙ্গে দেশটির ১৯৮০-এর দশকের যুদ্ধের বার্ষিকীতে এসব অস্ত্র সামনে আনে তেহরান।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান শুক্রবার ব্যালিস্টিক এবং হাইপারসনিক মিসাইলসহ ‘বিশ্বের দীর্ঘতম পাল্লার ড্রোন’ প্রদর্শন করে প্যারেড করেছে বলে দেশটির রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে। মিডিয়া বলছে, শুক্রবারের এই প্যারেডে ওই ড্রোনটি প্রথম ‘উন্মোচন করা হয়’।