আপনি একজন আশাবাদী মানুষ। গেলাসের অর্ধেকটা ভরা আর অর্ধেকটা খালি থাকলে আপনি বলেন, অর্ধেকটায় পানি, বাকিটায় বাতাস। আর পুরোটা খালি হলে আপনি বলেন, বাহ্, একটা গেলাস প্রস্তুত, এটা এখন আমরা যেকোনো ভালো কাজে ব্যবহার করতে পারব।
যেকোনো সংকটের মধ্যেও আপনি খুঁজে বের করেন ঘটনার কোনো একটা ভালো দিক। গুলি খেয়ে মানুষ মরে গেলেও আপনি বলেন, যাক, চোখটা তো বেঁচেছে! দেশে আলুর দাম বেড়ে গেছে। আপনি ভাবছেন, যাক, পচা আলু নিক্ষেপের ঘটনা তো ঘটবে না। ডিমের দাম বেড়ে গেলে আপনি হাঁপ ছাড়েন, আচ্ছা, তাহলে সেদ্ধ ডিম থেরাপির ঘটনা কমবে। পেঁয়াজের দাম বাড়লে আপনার ভাবনায় আসে, গোপাল ভাঁড় আর বলতে পারবেন না, ছেলে ভালো, তবে দোষ একটাই, শুধু পেঁয়াজ খায়।
- ট্যাগ:
- মতামত
- সংকট
- অর্থ সংকট
- চলমান সংকট
- নেতৃত্ব সংকট