মোবাইলে ৮০ শতাংশের বেশি চার্জ কেন নয়, যা জানাচ্ছে অ্যাপেল
মোবাইল ফোন শতভাগ চার্জ করলে দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় বলে মনে করেন অনেকে। ধারণাটি আসলেই সত্যি। তবে শতভাগ চার্জ করলে ব্যাটারির আয়ু দিনে দিনে কমতে থাকে। বিষয়টি মাথায় রেখে অভিনব এক ফিচার এনেছে আইফোন ১৫। এতে রয়েছে এমনই একটি অপশন, যা ফোনগুলোকে ৮০ শতাংশের বেশি চার্জই হতে দেয় না। আপনার আইফোনের সেটিংসে যদি সেই অপশনটি অ্যাকটিভ করা থাকে, তাহলে তা আপনার ফোনটিকে কখনোই ৮০ শতাংশের বেশি চার্জ হতে দেবে না।
গত ১২ সেপ্টেম্বর অ্যাপেল তার সবচেয়ে বড় ইভেন্ট ওয়ান্ডারলাস্টে নতুন প্রজন্মের চারটি ফোন এবং দুটি স্মার্টওয়াচ নিয়ে এসেছে। ২২ সেপ্টেম্বর থেকে আইফোন ১৫ বিক্রি শুরু হচ্ছে। এই সিরিজ়ে রয়েছে মোট চারটি ফোন- আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স। চারটি নতুন আইফোনেরই সবচেয়ে বড় ফিচার হলো চার্জিংয়ের জন্য ইউএসবি টাইপ-সি পোর্ট, যা এ যাবৎকালে আইফোনের সবচেয়ে বড় আপগ্রেড। এছাড়া আইফোন ১৫ সিরিজ়ের ফোনগুলোতে এমন একটি ফিচার্স রয়েছে, যা তার ব্যাটারির স্বাস্থ্য সবসময় ভালো রাখতে পারে।