You have reached your daily news limit

Please log in to continue


স্যালাইনের সংকট সারা দেশে

সারা দেশে বাড়ছে ডেঙ্গু রোগী ও মৃত্যু। রাজধানীর বাইরে ডেঙ্গুতে আক্রান্ত হওয়া রোগীদের অভিযোগ আছে চিকিৎসাসেবা নিয়ে। বেশ কয়েকটি জেলায় রয়েছে স্যালাইন সংকট। ১১টি জেলায় এই সংকট বেশি। জেলাগুলো হলো বাগেরহাট, পিরোজপুর, খাগড়াছড়ি, শেরপুর, যশোর, ফরিদপুর, কুড়িগ্রাম, ময়মনসিংহ, মাদারীপুর, পটুয়াখালী, সাতক্ষীরা। ১০ জেলায় মৃত্যুহার বেশি।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগী আফসার মিয়া বলেন, খাওয়ার স্যালাইন, আইভি স্যালাইন এবং ওষুধ ঠিকমতো পাচ্ছেন না তাঁরা। শুধু প্যারাসিটামল ট্যাবলেট দেওয়া হচ্ছে। হাসপাতালের পরিবেশও অনেক খারাপ।

খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন মো. ছাবের বলেন, হাসপাতালে ভর্তি রোগীর স্যালাইনের চরম সংকট থাকায় জরুরি স্যালাইন সরবরাহের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে।

ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মনিরুল ইসলাম বলেন, ডেঙ্গু পরীক্ষার কিট আছে সাত শর মতো। স্যালাইনেরও সংকট আছে। স্যালাইন আছে মাত্র ১৩৯ ব্যাগ। তবে চাহিদা দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন