শক্তি ক্ষয়ে গেছে রিয়াল মাদ্রিদের। করিম বেনজেমা চলে গেছেন। ভিনিসিয়াস জুনিয়র ইনজুরিতে। কিলিয়ান এমবাপ্পেকে কিনতে পারেনি ক্লাব। লস ব্লাঙ্কোসদের তাই ধুঁকতে হচ্ছে। কোন ম্যাচে শেষ সময়ের গোলে কোন দিন কামব্যাক করে জিততে হচ্ছে। আর কাজটা করছেন তরুণ ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।
বুধবার রাতেও তিনি শেষ সময়ে গোল করে রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন। এবার চ্যাম্পিয়ন্স লিগে। জার্মান ক্লাব ইউনিয়ম বার্লিনের বিপক্ষে জুড বেলিংহ্যামের একদন শেষ মুহূর্তে করা গোলে ১-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল।