
6000 সালে কী অবস্থা হবে পৃথিবীর? কেমন থাকবে মানুষ! ট্রাইম ট্রাভেলারের ভবিষ্যৎবাণী চমকে দেবে
eisamay.com
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫৯
অতীত-ভবিষ্যৎ নিয়ে কৌতূহলী সকলেই। বর্তমান থেকে 100 বছর এগিয়ে কিংবা পিছিয়ে গেলে সবকিছু কি একইরকম থাকবে? এই ধরনের নানান প্রশ্ন প্রায়ই আমাদের মনে উঁকি দেয়। আর এইসব জল্পনা-কল্পনা থেকেই বারে বারে উঠে এসেছে টাইম ট্রাভেলার প্রসঙ্গ।
আবার বাস্তবে টাইম ট্রাভেল আদৌ সম্ভব কিনা তা নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন! তবে সম্প্রতি এক ট্রাইম ট্রাভেলের দাবি শুনলে কিন্তু চমকে যাবেন। স্বঘোষিত ওই টাইম ট্রাভেলার দাবি করেছেন, 3977 বছর পর অর্থাৎ 6000 সালে পৃথিবী কেমন থাকবে, সেটাই নাকি তিনি চাক্ষুষ করে ফিরেছেন! এমনকী ভবিষ্যৎ নিয়ে সতর্ক করতেও শোনা গিয়েছে তাঁকে।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল