You have reached your daily news limit

Please log in to continue


চাহাল না থাকলেও বিশ্বকাপে আছেন তাঁর স্ত্রী

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর দুই সপ্তাহ বাকি। এরপরেই ভারতে বসবে ক্রিকেটের সবচেয়ে বড় মহাযজ্ঞ। ফলে টুর্নামেন্ট শুরুর সময় যত ঘনিয়ে আসছে সব রকমের প্রস্তুতিও সেরে নিচ্ছে আইসিসি। 

তারই ধারাবাহিকতায় আজ মুক্তি পেয়েছে বিশ্বকাপের থিম সং। ১৩ তম সংস্করণের থিম সংয়ের নাম হচ্ছে ‘দিল যশন বোলে’। বাংলায় যার অর্থ—হৃদয় উদ্‌যাপন করে। থিম সংয়ের প্রধান চরিত্র বলিউড সুপার স্টার রনবীর সিং। 

৩ মিনিট ২১ সেকেন্ডের থিম সংয়ের ভিডিওটির চিত্রায়ণ করা হয়েছে একটি ট্রেনকে কেন্দ্র করে। শুরুটা হয় ট্রেন চালককে দিয়ে। এরপর অন্য এক বগি থেকে বিশ্বকাপের মূল বগিতে ঢুকে পড়েন রনবীর। ঢোকার সময় ইলেকট্রনিক বোর্ডে ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ভেসে উঠে। এ ছাড়া বিভিন্ন ভাষায় খেলা সম্পর্কিত আরও শব্দও ভেসে উঠতে দেখা যায়। বগির ভেতরেই উইকেট সাজিয়ে ম্যাচ চলে। ব্যাটারের মারা বলের আঘাতে জানালার কাঁচ ভেঙে গেলে কিছুটা উদ্বিগ্ন দেখা যায় বগির ভেতরে থাকা সকলকে। পরে আম্পায়ার ছক্কা দিলে শুরু হয়ে যায় আবারও নাচ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন