You have reached your daily news limit

Please log in to continue


সিন্ডিকেট ভাঙার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সিপিবির

দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙা, উৎপাদক ও ক্রেতা সমবায় গড়ে তোলা এবং সারাদেশে রেশন ব্যবস্থা চালুসহ ১৩ দফা বিকল্প প্রস্তাব তুলে ধরেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একইসঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও সিন্ডিকেট ভাঙার দাবিতে আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

আজ বুধবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে সিপিবির সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরা হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ। উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কোষাধ্যক্ষ ডা. ফজলুর রহমান, প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন