![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2023/09/19/jaki.jpg?itok=1hXPwv2d×tamp=1695124589)
সালাহউদ্দীন জাকীকে বৃহস্পতিবার আজিমপুরে সমাহিত করা হবে
একুশে পদকপ্রাপ্ত নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকীর মরদেহ আগামী বৃহস্পতিবার আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ আজ মঙ্গলবার বিকেলে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল সোমবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সালাহউদ্দীন জাকী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
নাসির উদ্দীন ইউসুফ বলেন, 'সর্বজন শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত সৈয়দ সালাহউদ্দিন জাকীকে আগামী ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে।'