পিএসপি প্রতিষ্ঠানগুলোও প্রবাসী আয় আনার অনুমতি পাচ্ছে
প্রথম আলো
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৭
দেশে ডলার–সংকট কাটাতে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) বা যেসব প্রতিষ্ঠান ই-ওয়ালেট সেবা প্রদান করে থাকে, তাদেরও বিদেশ থেকে সরাসরি রেমিট্যান্স তথা প্রবাসী আয় নিয়ে আসার অনুমতি দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর আগে ব্যাংকের পাশাপাশি মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোকে দেশে প্রবাসী আয় আনার সুযোগ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপন জারি করে প্রবাসী আয় আনতে আগ্রহী পিএসপিগুলোর কাছ থেকে আবেদন চেয়েছে। যেসব প্রতিষ্ঠানের আবেদন গ্রহণ করা হবে, সেগুলো বিদেশ থেকে প্রবাসী আয় নিয়ে আসতে পারবে। আবেদনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল ও প্রক্রিয়া মেনে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগে আবেদন দাখিল করতে হবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১০ মাস আগে