যে অবস্থা থেকে পায়ুপথের ক্যানসার শুরু হতে পারে

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৮

এখন পর্যন্ত ক্যানসারের কারণ নির্দিষ্ট করে জানা যায়নি। কিন্তু জেনে নেওয়া ভালো, কিছু কিছু ক্ষেত্র ক্যানসারের প্রবণতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেগুলো এখনো ক্যানসার নয়। তবে ক্যানসার হওয়ার আগের অবস্থা এবং চিকিৎসা না করলে বা অপসারণ না করলে ক্যানসারে পরিণত হতে পারেÑ এটিই এ লেখার মূল বিষয়।


অফবহড়সধঃড়ঁং ঢ়ড়ষুঢ় (পলিপ বা মাংসপিণ্ড) : এটি আলগা মাংসের টুকরো, যা পায়ুপথের সঙ্গে লেগে থাকে। এটি পরীক্ষা করলে এমনকি ক্যানসারের আগের অবস্থায়ও অস্বাভাবিক কোষ থাকতে পারে। একটা বা অনেকগুলো পলিপ হতে পারে। এটি পায়ুপথ ক্যানসারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ; যদিও ছোট শিশুর ক্ষেত্রে এটি খুব বেশি দেখা যায়। সাধারণত শিশু বলে কিছু একটা পায়ুপথ দিয়ে বেড়িয়ে আসে। সঙ্গে রক্তপাত থাকে। এটি ক্যানসারের আগের লক্ষণ নয়। কিন্তু তরুণ বা চল্লিশ বা পঞ্চাশোর্ধ্ব কেউ একই সমস্যা নিয়ে এলে তার ক্ষেত্রে এটি মারাত্মক হতে পারে। সাধারণত এসব ক্ষেত্রে পারিবারিক ইতিহাস থাকে, যা গুরুত্বপূর্ণ। বিশেষ করে কম বয়সে যারা আসেন, তাদের একশর বেশি ছোট ছোট পলিপ থাকে। এটি জিনগত ত্রুটির কারণে এবং বংশানুগত হতে পারে। এটিকে ঋধসরষরধষ অফবহড়সধঃড়ঁং ঢ়ড়ষুঢ়ড়ংরং (ঋঅচ) বলে। বয়স্কদের কিছুটা কম পলিপ থাকে অথবা দুয়েকটি পলিপ থাকে। এগুলো ক্যানসার সিন্ড্রোমের সঙ্গে জড়িত থাকায় পরিবারে অনেক ধরনের ক্যানসারের আধিক্য থাকতে পারে। এটিও জিনগত ত্রুটির কারণে হতে পারে। যা-ই হোক, সাধারণভাবে জানা থাকা জরুরি, এ পলিপ বা এডেনোমা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। ফলে এসব থেকে ক্যানসার হতে পারে। এটিকে বলে অফবহড়সধ পধৎপরহড়সধ ংবয়ঁবহপব. এখন প্রশ্ন হচ্ছে, পলিপ বা এডেনমাটাস পলিপ কী ধরনের হতে পারে। জেনে নেওয়া যাক-

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও