![](https://media.priyo.com/img/500x/https://i.ibb.co/B36QqNG/acfd4de6b8b05e34388010721fd47ebc.jpg)
শুধু বেসরকারি নাকি ‘বেসরকারি কিন্ডারগার্টেন’ স্কুল
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৮
স্কুলের নামের সঙ্গে কিন্ডারগার্টেন থাকবে নাকি কেবল বেসরকারি স্কুল লিখতে হবে সে নিয়ে দ্বিধায় পড়ে গেছে খোদ শিক্ষককুল। এই অবস্থায়, প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের প্রণীত 'বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বিধিমালা ২০২৩' সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ অ্যাসোসিয়েশন।
তারা বলছেন, 'বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ নয়, 'কিন্ডারগার্টেন’ নামেই নিবন্ধন চান তারা। ফলে বিধিমালা চূড়ান্ত হওয়ার আগে অবশ্যই বিষয়টি সুরাহা হওয়ার দরকার আছে। যদিও প্রাথমিক শিক্ষা অধিদফতর বলছে, এটা নিয়ে তারা কেন আন্দোলন করছেন জানি না। তাদের স্কুলগুলো বেসরকারি, সেটা নিয়ে তো কোনও তর্ক নেই। ফলে বেসরকারির নিয়মের মধ্যে তারা পড়বে। এখানে নামের সঙ্গে কিন্ডারগার্টেন শব্দটা থাকবে বা থাকবে না সেটা নিয়ে আলাপ নেই।