কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যে সিরিজে বাংলাদেশের পেতেই হবে উত্তর

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৬

‘এশিয়া কাপের দলই হবে বিশ্বকাপ দল’—এই সুর কিছুদিন আগেই বদলে ফেলেছেন বিসিবির নীতিনির্ধারকেরা। আসলে বদলাতে বাধ্যই হয়েছেন। কারণ, বিশ্বকাপ শুরুর সময় ঘনিয়ে এলেও ব্যাটিং পজিশনের কয়েকটি জায়গায় সমস্যার সমাধানসূত্র বের করতে পারেনি বিসিবি। আর তাই সমাধান পাওয়ার জন্য তাকিয়ে থাকতে হচ্ছে ২১ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে।


ওপেনিংয়ে বরাবরের সমস্যা এখনো বিদ্যমান। চৌকস টপ অর্ডার পাওয়া আগের মতোই যেন দূরের ছবি! লোয়ার মিডল অর্ডারেও যিনি ভালো করবেন বলে ধরা হচ্ছে, তিনি আশানুরূপ পারফর্ম করতে ব্যর্থ। বিশ্বকাপের আগে এসব সমস্যার সমাধান পাওয়ার শেষ সুযোগ নিউজিল্যান্ড সিরিজই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ হবে ২৬ সেপ্টেম্বর। এই ম্যাচ খেলেই পরদিন বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে উড়াল দেবেন সাকিব আল হাসানরা। তাই সমাধানসূত্রের সন্ধানে বিশ্বকাপের আগপর্যন্তও লেগে থাকতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। ‘যারা বিশ্বকাপ দলে থাকার দাবিদার, এশিয়া কাপে তারা হতাশ করেছে’—জানিয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহেও এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, নিউজিল্যান্ড সিরিজেও পরীক্ষা-নিরীক্ষা চলবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও